আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ মর্নিংসান_৯ এর সাথে একটি বলগেট জাহাজের সংঘর্ষ হয়ে বলগেটটি ডুবে যাওয়ায় দুজন নিখোঁজের খবর পাওয়া গেছে। বরিশালের বানারীপাড়ায় ০৮আগস্ট সোমবার মর্নিংসান-৯ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত আনুমানিক ৮ টার দিকে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালিবাজার নামক স্থানে একটি বলগেটের সাথে লঞ্চের ধাক্কা লেগে বলগেটটি ডুবে যাওয়ায় লঞ্চের তলা ফেটে নিচের অংশ ফুটা হয়ে গিয়ে লঞ্চে পানি ঢোকা শুরু করে ।এই অবস্থায় লঞ্চে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক শুরু হয়। তৎক্ষণাৎ লঞ্চটি উজিরপুরের চৌধুরীর হাট ঘাটে নোঙ্গর নেয়া হয়।তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে স্বরূপকাঠি থেকে ডুবুরি এসে তাদের কার্যক্রম শুরু করেন । এ বিষয়ে মর্নিংসান লঞ্চের সুপারভাইজার আব্দুল আলিম মুঠো ফোনে ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আমরা বানারীপাড়া ছেড়ে যাওয়ার পথে কালিবাজার থেকে একটু সামনে নদীর মাঝ খানে আমাদের মাস্টার একটি বলগেট দেখতে পান । মাস্টাররা মাইকিং করেন ও আলো জ্বালিয়ে সংকেত জানান।কিন্তু বলগেট নিয়ন্ত্রণ না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরো বলেন, আমাদের জানা মতে আইন অনুযায়ী বিকেল ৫ টার পর কোন বলগেট নদীতে চলাচল বেআইনী।এই নিউজ লেখা পর্যন্ত বর্তমানে লঞ্চটি উজিরপুরের চৌধুরীরহাট ঘাটে অবস্থানরত অবস্থায় আছে।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।
Leave a Reply