বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া থেকে অপহরণ ও ধর্ষন মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব। বরিশাল র্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম জানান, মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব খান্দুলী গ্রামের এক মুসলিম কিশোরীকে (১৭) আগৈলঝাড়া থানার(বাশাইল)
পূর্ব গোয়াইল গ্রামের দিলীপ হালদারের ছেলে দিপংকর হালদার (২২) অপহরণ করে নিয়ে যায়। পরে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করা হয়। এঘটনায় গত ২ জুন ওই কিশোরীর পিতা বাদী হয়ে ডাসার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দিপংকর হালদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০ জুন মঙ্গলবার ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম ও এসআই আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আগৈলঝাড়া উপজেলার(বাশাইল) পূর্ব গোয়াইল গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ ও ধর্ষন মামলার পলাতক আসামী দিপংকর হালদারকে গ্রেপ্তার করা হয়। ২০জুন মঙ্গলবার আসামী দিপংকর হালদারকে ডাসার থানার মাধ্যমে মাদারীপুর আদালত থেকে কারাগারে প্রেরন করা হয়।
Leave a Reply