May 9, 2025, 1:01 pm
কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস উদযাপন করা হয়েছে। ১৭জুন বিকেলে শহরের আল আমিন মডেল একাডেমি হলরুমে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে ‘স্মৃতিতে বাবা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী মাসুদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, অধ্যক্ষ অসীম ঘোষ, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, লেখক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, কবি মানব মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি শেখ শাহীন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ বসু পল্টু।
আলোচনার পরে অতিথিবৃন্দরা চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।