বাড়িটি দেখলে মনে করবেন যে কোন সরকারি কর্মকর্তার বাড়ি নির্মিত হচ্ছে কিন্তু আসলে তা নয়

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড় জেলার সদর উপজেলা হাড়িভাষা ইউনিয়নের সাহেব বাজার ফুটকিবাড়ী মাদক ব্যবসায়ী জুলহাস নবনির্বিত বাড়ি নির্মাণ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে.. আমরা সরেজমিনে গিয়ে ভিডিও করতে গেলে জুলহাস সটকে পড়ে ও তার বারিতে থাকা এক মহিলা কথা বলতে রাজি হয়নি পরবর্তীতে জুলহাস ভাই মিনহাজ এসে ক্যামেরায় কথা বলেন আমি হানিফ গাড়িতে চাকরি করি আমার ভাই জুলহাস আমার বাবা হেকমত হেকু আমরা একসাথে বাড়ি নির্মাণ করছি এলাকাবাসী বলেন যে দুই থেকে আড়াই বিঘা জমি চাষ করে কিভাবে সম্ভব এই বাড়ি নির্মাণ। প্রত্যক্ষদর্শী জানান একটা অবৈধ ব্যবসা করে। সংবাদ প্রকাশ না করতে না করতে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করে। এ বিষয়ে পঞ্চগড় মাদকদ্রব্য ইন্সপেক্টর আশরাফ এর মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমরা একটি মামলা করেছি জুলহাসের বিরুদ্ধে মামলা নং ৩২ তাং/২১/১২/২২ ও ৩ বোতল ফেনসিডিল পাই পরবর্তীতে আমরা ওই বাড়িতে তিনবার রেড দেই তাকে পাওয়া যায় না আমরা অতি শীঘ্রই গ্রেফতার করবো এবং আমাদের অভিযান জেলা জুড়ে অব্যাহত রয়েছে।পঞ্চগড় হতে মোহাম্মদ বাবুল হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *