January 14, 2025, 2:39 am
অদ্য রোজ মঙ্গলবার বিকাল ২.০০ ঘটিকার সময় দিনাজপুর জেলার সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোশাইপুর গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে নারী, পুরুষ, কিশোর- কিশোরীদের অংশগ্রহনের মাধ্যমে সহিংসতামুক্ত পরিবার গঠন এবং সমাজে নারীর প্রতি সহিংসতা হ্রাস করনের লক্ষ্যে নারী, পুরুষ, কিশোর- কিশোরী দল নিয়ে সর্বমোট ৬০ জন সদস্য নিয়ে উত্তর গোশাইপুর ০৪ নং পল্লীসমাজ পুর্নগঠন করা হয়। পল্লীসমাজ পুর্নগঠন এর উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে নারী- পুরুষ এবং কিশোর-কিশোরীদের সংগঠিত করা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা। সকলের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। সকল সদস্য স্বতঃর্স্ফুত ভাবে আলোচনায় অংশগ্রহন করেন এবং তারা তাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য আগামীতে পালন করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পল্লীসমাজ পুর্নগঠনে সেলপ অফিসার মোঃ মোতাসিম বিল্লাহ এর সহযোগিতায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির ডেপুটি ম্যানেজার (লিগ্যাল এইড এন্ড ভাউসি) মোঃ সেলিম রেজা সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন ।