রক্সী খান মাগুরাঃ মাগুরায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বিকালে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাছের বেগ। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরের সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা তথ্য অফিসার পাভেল দাশ, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাশ ও স্থানীয় নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ ১-০ গোলে মাগুরা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই টুর্ণামেন্টে জেলার মোট ৯ টি কলেজ দল অংশ গ্রহন করে। জেলার ক্রিড়ামোদীগন এই খেলা উপভোগ করে।
রক্সী খান,মাগুরা।
Leave a Reply