May 10, 2025, 5:01 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পরিবেশ সংরক্ষণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখায় পরিবেশ সাংবাদিকতায় প্রকাশ ঘোষ বিধান কে সম্মাননা স্মারক দেওেয়া হয়েছে। ১০ জুন শনিবার বাংলাদেশ স্কাউটস খুলনা রেলওয়ে জেলা সদর দপ্তর মিলায়তনে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তাকে পরিবেশ সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে।সোজন বাদিয়ার ঘাট এর আয়োজনে বাংলাদেশ স্কাউটস খুলনা রেলওয়ে জেলা সদর দপ্তর মিলায়তনে কবি,গবেষক ও সংগঠক স ম হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন, খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এণ্ড টেকনোলজি এর রেজিষ্ট্রার প্রফেসর ড. মো: শাহ আলম।বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ স্কাউটস খুলনা রেলওয়ে অ লের আ লিক উপ -কমিশনার মো:ফজলুল বারী মল্লিক, ফকিরহাট কাজি আজহার আলি কলেজের প্রভাষক আবুল আহসান টিটু, পরিবেশ বাদী সংগঠণ বনবিবি র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, নজরুল গবেষক কবি সৈয়দ আলি হাকিম।অনুষ্ঠান পরিচালনা করেন, মো: শাহজাহান আলী।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।