May 10, 2025, 5:18 pm
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।
শনিবার ১০ জুন দুপুর ২ টায় বেতাগী শহরের এম এ মান্নান মৃধা এতিমখানা ও হাফিজী মাদ্রাসার এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। পুষ্টিকর খাবারের মধ্যে ছিল ভাত, গরুর গোস্ত, সবজি ও মুগ ডাল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ ফারজানা শান্তা, উপজেলা রোগী কল্যাণ সমিতির সদস্য লায়ন মো. শামীম সিকদার ও মেডিকেল অফিসার ডা. রওশন আরা শিলা ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুলতানা পারভিন। এর আগে দোয়া পরিচালনা করেন এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ আল মামুন।