পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, কবি প ানন সরকার, লুৎফর রহমান,অসিম রায,কওসার আলী মোড়ল,নাহার ইসলাম, রোজী সিদ্দকিী, সমিরন ঢালী, ঐশী আক্তার লিমা, হাসনা খাতুন সুমাইয়া,লিয়াকত আলী, শাহিনুর রহমান, গৌতম ভদ্র প্রমুখ।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *