পাইকগাছার মানবতার ফেরীওয়ালা চেয়ারম্যান তুহিন এক শিক্ষিত প্রতিবন্ধী যুবককে কম্পিউটার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার মানবতার ফেরীওয়ালা কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাষ্ট ও পাইকগাছা উপজেলা প্রতিবন্ধী অভিভাবক ফোরামের উপদেষ্টা, লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন এক শিক্ষিত প্রতিবন্ধী যুবকে কম্পিউটার কিনে দিয়ে কর্মসংস্থান ও স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহন করেছেন। তিনি শুক্রবার সকালে অশাশুনী উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের হত দরিদ্র পরিবারের খায়রুল ইসলামেকে এ সব সামগ্রী কিনে দেন। খায়রুল ইসলাম তিনি স্নাতক পাশ করে বেকার ভাবে ভিক্ষাবৃত্তি করে বেড়াচ্ছিল। তিনি পাইকগাছা উপজেলা লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের নিকট এসে বেকারত্বের কথা বলেন। চেয়ারম্যান তুহিন ওই প্রতিবন্ধীর কথা ভালোভাবে শোনেন। চেয়ারম্যান প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে একটি কম্পিউটার, এল ই ডি মনিটর সহ ৪৭ হাজার টাকার মালামাল কিনে দেন। রফিকুল ইসলাম কম্পিউটার, এল ই ডি মনিটর পেয়ে আবেগ আপ্লুত হয়ে চেয়ারম্যানের আশীর্বাদ করেন। চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, প্রতিবন্ধীরা প্রতিভাবন্ধী নয়। তাাদেরকে উপযুক্ত প্রশিক্ষ দিতে পারলে তাদেরকে দেশের সম্পদ হিসাবে গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, আমার এ সামান্য অনুদানে যদি একজন প্রতিবন্ধী কর্মসংস্থান খুজে নিতে পারে এটাই আমার সার্থকতা। এ প্রতিবন্ধী কয়েক জায়গায় চাকরীর পরিক্ষা দিয়েছেন দুই জায়গায় লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। সামনে মৌখিক পরিক্ষা যাতে তিনি চাকরিটা পেতে পারে সে কারণে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন যাতে প্রতিবন্ধী কোটায় চাকরিটা পেয়ে হত দরিদ্র ঔ পরিবারকে বাঁচাতে পারে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধি অভিভাবক ফোরামের সভাপতি, ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি ট্রাষ্টের সভাপতি, সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, ভিলেজ পাইকগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিবন্ধী সুভাষ চন্দ্র মন্ডল, সাংবাদিক এস এম বাবুল আক্তার, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মজিবুর রহমান, পাইকগাছা পৌরসভা কৃষক লীগের সভাপতি মৃত্যুঞ্জয় সরদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তেজেন মন্ডল, সতীন্দ্র নাথ সরকার, সালামুন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব কুমার দাস, প্রশান্ত মন্ডল ও দিনারুল ইসলাম সানা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *