বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ ধর্ষন ও পর্নোগ্রাফী আইনের মামলার যাবতজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম গ্রেফতারী পরোয়ানার (মামলার) বরাদ দিয়ে নতুন বাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃতঃ আবু তালেব সিকদারের ছেলে ঢাকার হাজারীবাগ থানার ধর্ষন ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনের মামলার যাবতজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ মিজানুর রহমান মিজান(৪০) কে আগৈলঝাড়ার থানার এস আই আলী হোসেন ও এ এস আই মোঃ সোহাগ হোসেন সংগীয় ফোর্স নিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে বুধবার রাতে গ্রেফতার করেন। এস আই মোঃ আলি হোসনে সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান তার (মোঃ মিজানুর রহমান মিজানের) বিরুদ্ধে ঢাকার হাজারীবাগ থানার ধর্ষন ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে এক নারী ২০১৯ সালের মার্চ মাসে একটি মামলা দায়ের করেন, যার নং-২৭০। ওই মামলার পর থেকে সে পলাতক ছিল। ওই মামলায় তার অনুউপস্থিতিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত আসামী মোঃ মিজানুর রহমান মিজানকে যাবতজ্জীবন কারাদন্ড ও একলক্ষ টাকা জরিমানার রায় দেন। এঘটনায় আগৈলঝাড়া থানায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আসায় আমি এস আই মোঃ আলী হোসেন সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করি এবং আগৈলঝাড়ায় নিয়ে আসি। ৮ জুন বৃহস্পতিবার তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply