May 10, 2025, 8:14 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এই পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়।
‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্য আজ বুধবার (৭ জুন) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুল ইসলাম সাগর, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন বক্তব্য রাখেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ১৩ জুলাই এই পুষ্টি সপ্তাহ শেষ হবে।
আলোচনা সভায় বক্তারা, পুষ্টিগুন, অপুষ্টিতে বিভিন্ন রোগের আশঙ্কাসহ পুষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। #