May 10, 2025, 4:49 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীর পথরোধ করে ইভটিজিং করার অপরাধে দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (০৭ জুন) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের বালা মোল্লার ছেলে মো: ইয়াসিন মোল্লা (১৮) ও মো: শাহাদৎ মোল্লার ছেলে মো: অারিফুজ্জামান মোল্লা (২০)।
ওসি মো: জাবেদ মাসুদ জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী স্কুলে যাচ্ছিলো। এই ওই স্বুলছাত্রী পাইককান্দি স্থানীয় মোল্লা বাড়ীর সামনে পৌঁছালে বখাটে মো: ইয়াছিন মোল্লা ও মো: অারিফুজ্জামান মোল্লা পথরোধ করে হাত ধরে টানাটানি করে মোটর সাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে ওই দুই যুবক আটক করে।
পরে জরুরী পরিসেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে ওই দুই বখাটে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই দুই বখাটে যুবকের নামে মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। #