বানারীপাড়ায় মটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর

এস মিজানুলইসলাম , বিশেষ প্রতিবেদক।
বানারীপাড়া উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সাকিব হোসেন হাওলাদার (২৩) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে ।

এদূর্ঘটনাটি ঘটে সোমবার ৫ জুন সন্ধ্যায় বানারীপাড়া-চাখার ভায়া লস্করপুর সড়কে। সাকিব চাখারের সীমান্তবর্তী উজিরপুর উপজেলার লস্করপুর গ্রামের রিক্সা-ভ্যান মেকার ফায়জুল হক হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, যে সড়কের ওপরে স্পীড ব্রেকারের আদলে অবৈধভাবে বালু ফেলার পাইপের জন্য অতিরিক্ত উচু ডাইভারশন তৈরি করা হয়েছে। ওই সময় সাকিব ছিল উজিরপুরে। প্রতিদিনের মত সাকিব স্বাভাবিক ভাবে ওই স্থান থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। কিন্তুু সেটা তিনি জানতেন না। সেটা দেয়া হয়েছে মাগরিবের নামাজের সময়।

অন্ধকারে ওই ডাইভারশনের সঙ্গে ধাক্কা লেগে সেখান থেকে প্রায় ২০ ফিট দূরে গিয়ে ছিটকে গাছের সাথে মাথায় আঘাত পায় সাকিব।

পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মা-বাবার দোয়া নামক যে ড্রেজারের পাইপ দিয়ে ওই সড়কে ডাইভারশন তৈরি করা হয়েছে সেটি বানারীপাড়ার মো. রাসেলের। স্থানীয় কালু, মুক্তিকুল ,আউয়াল, সেলিম সরদার ও হালিম সরদারসহ কয়েকজন যুবক ড্রেজার দিয়ে দূর্ঘটনাস্থলের পাশেই বালু দিয়ে ডোবা ভড়াটের কাজ নিয়েছিলো।

এব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া সাকিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বি জানান রাস্তার পাশ দিয়ে নেয়টা বাঞ্চনীয় । রাস্তার উপর থেকে নেয়ার বিষয়ে ট্রেজার মালিক কিংবা অন্যকেহ আমার কাছ থেকে লিখিত বা মৌলিক কোন অনুমতি নেয় নি।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *