May 10, 2025, 3:42 pm
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে জোরপূর্বক মৎস্যঘের দখল ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোরন্জন ঢালী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার হুড়কা মৌজায় মৃত অশোক মন্ডলের একটি সাড়ে ৫ একর মৎস্যঘের রয়েছে। ওই জমি বর্গা (হারী) দিয়ে সদরের ওড়াবুনিয়া গ্রামের মনোরন্জন ঢালী দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। সেই জমি প্রতিপক্ষ অমিত সাহা দাবী করে সোমবার (৫ জুন) সকাল ৬ টায় ৩০/৪০ জন লোক নিয়ে দখল করেন। ওই সময় তারা ঘেরে থাকা মালামাল ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ঘেরের বাসাটিও পুড়িয়ে দেয়। এতে মনোরন্জনের ৪০ হাজার টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে অভিযুক্ত অমিত সাহার সাথে তার মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমাদের জায়গা জোরপূর্বক মনোরন্জন দখল করে রেখেছিল। আমি আমার ঘের বুঝে নিয়েছি। লুটপাট ও বাসা পোড়ানোর ঘটনা সঠিক নয়। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পত্র পাওয়ার বিষটি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।#