র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে সলঙ্গায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৪ জুন ২০২৩ খ্রিঃ রাত্রী ০৩.১০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কালীবাড়ী গ্রামস্থ সমবায় পেট্রোল পাম্পের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১,৪০০ টাকা এবং ০১টি মোবাইল ফোন জব্দ করা হয় ।

২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রোকনুজ্জামান রোকন (৩২), পিতা- মোঃ মোজাম্মেল হক, গ্রাম-লতাবর, পোষ্টঃ- চন্দ্রপুর, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিত…….

মোঃ আবুল হাসেম সবুজ

লেফটেন্যান্ট কমান্ডার বিএন

কোম্পানী কমান্ডার

র‌্যাব-১২,সিপিএসসি, সিরাজগঞ্জ

ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *