July 4, 2025, 7:06 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট পৌর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি শিবলী সাদিক এমপি।
সংসদ সদস্য শিবলী সাদিক ভিডিও কলে চিকিৎসাধীন মনজুরুল ইসলাম ও তার আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন এবং চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, আ’লীগ নেতা মনজুরুলের উন্নত চিকিৎসার জন্য যা যা করার দরকার সব করা হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে একজন মানুষও যাতে আশ্রয়হীন ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে এজন্য আমি স্বচেষ্ট আছি।
ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম বলেন, পৌর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনেরা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে, সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকেরা জানান তার মেজর অপারেশন লাগবে, তাতে অনেক অর্থের প্রয়োজন। তিনি আরও বলেন, বিষয়টি আমাদের অভিভাবক সংসদ সদস্য শিবলী সাদিক জানতে পেরে তিনি ঢাকায় সংসদে অবস্থান করায় আমাকে ও ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদসাকে তার চিকিৎসার খোঁজখবর নিতে বলেন। আমরা গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছি এবং চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করি। তার উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগীতা এমপি শিবলী সাদিক করবেন।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।