May 15, 2025, 3:34 pm
প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি ভারতের ওড়িশায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।
শনিবার (৩রা জুন) বাংলাদেশ জাতীয় সংসদেরমাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত একশোক বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, এ ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশীসহ ভারতের অসংখ্য নাগরিক নিহত হয়েছেন যা অত্যন্ত হৃদয় বিদারক। আহতদের দ্রুত চিকিৎসা ও নিহত পরিবারের প্রতি ভারত সরকার যথাযথ ব্যবস্হা করবেন এমনই প্রত্যাশা করেন বিরোধী দলীয় নেতা।
তিনি নিহতদের আত্নার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।