রামপালে মাদক কারবারী গাঁজাসহ আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||রামপাল থানা পু্লিশের অব্যাহত অভিযানে আল আমিন শেখ (২৮) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক হয়েছে। সে মোংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের আ. জলিল মোল্লার পুত্র। এ ঘটনায় রামপাল থানায় ২ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার খুলনা মোংলা মহা সড়কের ভেকটমারী জিরো পয়েন্ট এলাকার পাকা সড়কের উপর থেকে এসআই দিনেশ ঘোষ আল আমিন কে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। ওই সময় তার সহযোগী রামপালের কাঠামারী গ্রামের আফসার মল্লিকের পুত্র শাহিন মল্লিক পালিয়ে যায়। আমার থানায় কোন মাদক কারবারী ও তাদের সহযোগী গডফাদারদের থাকতে দিবো না। আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে আমি সকলের সহযোগীতা কামনা করছি।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *