January 3, 2025, 1:45 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
সুজানগর উপজেলা পরিষদের সরকারি গাছের আম বিনামূল্যে বিতরণ করা হলো ভিক্ষুকদের মাঝে

সুজানগর উপজেলা পরিষদের সরকারি গাছের আম বিনামূল্যে বিতরণ করা হলো ভিক্ষুকদের মাঝে

এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ পাবনার সুজানগর উপজেলা পরিষদের সরকারি গাছের আম বিনামূল্যে ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হয়েছে। একই সাথে ভিক্ষুকেরা পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের পক্ষ থেকে দেয়া নগদ অর্থ সহায়তা। প্রতি বছর সরকারি গাছের এ সকল ফল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালীরা খেলেও এবারই প্রথম ভিক্ষুক ও হত দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হল। উপজেলা পরিষদ চত্বরে বুধবার প্রত্যেক ভিক্ষুকের মাঝে পাঁচ কেজি করে এ আম ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা ও ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো নেয়া এ ধরণের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুজানগরবাসী। বিনামূল্যে আম ও নগদ অর্থ পেয়ে মহাখুশি ভিক্ষুকেরা। এ সময় উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের ভিক্ষুক মোছাঃ খুশি খাতুন বলেন, আমরা হতদরিদ্র মানুষ ভালমানের আম খাওয়ার সৌভাগ্য আমাদের কখনো হয়নি । উপজেলা চেয়ারম্যান ও ইউএনও স্যার আমাদের সেই আশা পূরণ করেছেন। গোপালপুর গ্রামের ৭৭ বছর বয়সী অপর ভিক্ষুক হাজেরা খাতুন আম ও নগদ অর্থ পেয়ে আনন্দে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা তো কখনোই ভাবিনি ইউএনও স্যার আমাদেরকে ডেকে এনে এভাবে সম্মানিত করবেন। অন্য অফিসারেরাও যেন এমন মানুষ হয়। আল্লাহ যেন ইউএনও স্যারের নেক হায়াত দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একথা মনে করতেন যে, সরকারি কর্মচারিরা যেন প্রত্যেক সেবাগ্রহীতাকে নিজেদের বাবা, চাচা বা আত্মীয় ভাবেন। তবেই সঠিক সেবা নিশ্চিত হবে। প্রকৃতপক্ষে সরকারের পাশাপাশি সমাজের সকল সচেতন মহল এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায়, দুঃস্থ ও পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীর কষ্ট লাঘব হবে। এ সময় তিনি আরো বলেন, শুধু ভিক্ষুকেরাই নয়, গুচ্ছগ্রামে বসবাসকারী দরিদ্র পরিবার,সুবিধাবি ত ও এতিম শিশুদের মাঝেও উপজেলা পরিষদের সরকারি গাছের আমসহ অন্যান্য ফল উপজেলা চেয়ারম্যান মহোদয়ের পরামর্শ ও তাঁকে সাথে নিয়ে পর্যায়ক্রমে বিতরণ করব ইনশআল্লাহ। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, উপজেলা পরিষদের সরকারি জায়গায় বেশকিছু আম-কাঁঠালের গাছ আছে। এখন থেকে প্রতিবছর এসকল ফল সংগ্রহ করে তা অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে। এদিকে স্থানীয়রা জানান, গত প্রায় ৮ মাস আগে ইউএনও মো.তরিকুল ইসলাম স্যার এই উপজেলায় যোগদানের পর থেকে তিনি তার আদর্শ ও দৈনন্দিন কর্মদক্ষতার জন্য উপজেলার সর্ব সাধারণের এবং সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। এছাড়া বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি। গত প্রায় ৮ মাসে সর্বক্ষণিক সেবামূলক কাজ করে ইতিমধ্যে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD