January 2, 2025, 9:18 pm
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে মাহদী হাসান নামে তিন বছরের এক শিশুকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাষন্ড মায়ের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে মা মিম খাতুন গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। শিশু মাহদী হাসান শেখপাড়া গ্রামের সজিব মোল্লার ছেলে। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, খালাতো ভাইয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজের সন্তানকে বিষপান করিয়ে হত্যা করে মিম। ঘটনাটি জানাজানি হয়ে গেলে মিম নিজে গলায় ফাঁস নিয়ে ঝুলে পড়ে। প্রতিবেশিরা জানান মিমের খালাতো ভাইয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। সন্তানকে হত্যা করে মিম নিরুদ্দেশ হতে চেয়েছিল এমন গুজব প্রচার হচ্ছে গ্রামে। তবে এ ঘটনার পর কাুএক বাড়ি পাওয়া যায়নি। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনা শোনার পর তিনি সেখানে পুলিশ পাঠিয়েছিলেন, কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায়নি। সবাই কুষ্টিয়া হাসপাতালে গেছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝিনাইদহ
আতিকুর রহমান।