January 3, 2025, 6:25 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা : মঙ্গলবার ৩০ মে সকাল ১০ টায় দিন ব্যাপী বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান, স্কুল ও কলেজ কমিটির সভাপতি, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নসহ অ্যাওয়ার্ড গাইড লাইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিচালক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। কর্মশালা পরিচালনা করেন জেলা মাধ্যমিক অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজর জয়শ্রী কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা।#