রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে স্কাই

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৪দিনের মাথায় আবারো রাশিয়া থেকে সরাসরি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম, ভি আনকা স্কাই। ভ্যানুটা পতাকাবাহী এ জাহাজটি সোমবার সকাল সাড়ে ৯টায় বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। এরপর দুপুর দুইটা থেকে জাহাজটি হতে শুরু হয় পণ্য খালাসের কাজ। বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনেভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন (শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্ট্যাকচার, ইলেকট্রিক্যাল ও মেশিনারী পণ্য নিয়ে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে গত ২৮এপ্রিল মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশী জাহাজ এম,ভি আনকা স্কাই। এরপর জাহাজটি সোমবার সকালে বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। জাহাজে থাকা ১হাজার ১শ ৪৫ মেট্টিক টন ওজনের ৩শ ৩৯ প্যাকেজের বিভিন্ন পণ্য দুপুর ২টা থেকে খালাসে কাজ শুরু হয়েছে। জাহাজ থেকে খালাসকৃত এসব পণ্য আপাতত জেটিতে রাখা হচ্ছে। পরে সড়ক পথে এ পণ্য নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোর জেটিতে।
এর আগে গত ৬মে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো বিদেশী জাহাজ এম,ভি আনকা সান। আর তারও আগে গত ২৫এপ্রিল রাশিয়া থেকে রুপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো এম,ভি ইয়ামাল অরলান। এছাড়া ইয়ামাল অরলানের আগে আসে এম,ভি ড্রাগনবল ও এম,ভি কামিল্লা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *