বিএনপি জামাতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ও বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল ঝালকাঠিতে – আমু

ঝালকাঠি জেলা প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দিনব‍্যাপী সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু (এমপি )বলেন বিএনপি- জামায়াতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। তাদের আমলে এদেশে বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল।
জঙ্গিবাদ সৃষ্টি করে এর মাধ্যমে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে চেয়েছিল । এখন নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য করে যাচ্ছে বিএনপি। জনগণকে সাথে নিয়ে তাদের এসব কর্মকান্ডের জবাব দেওয়া হবে।

সোমবার (২৯ মে) দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন আওয়ামীলীগ ক্ষমতা এসে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যার ফলে এদেশের মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করতে আছে।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান , পৌর মেয়র ,পৌর কাউন্সিলর ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *