নীলফামারী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত

মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ঃ
শনিবার ২৭ মে২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০:৩০ নীলফামারী ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে নীলফামারী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, মাননীয় সংসদ সদস্য, নীলফামারী-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী; মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী; অ্যাড. মমতাজুল হক, চেয়ারম্যান, জেলা পরিষদ, নীলফামারী; ডা. হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী; ডা রবিউল ইসলাম শাহ, অধ্যক্ষ, নীলফামারী মেডিকেল কলেজ; আনোয়ারুল ওয়ারেজ, সদস্য, নীলফামারীর নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী; শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, নীলফামারী সদর উপজেলা পরিষদ, নীলফামারী।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নীলফামারী ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ সমিতির সার্বিক পরিস্থিতি, ডায়াবেটিকের ভয়াবহতা ও ডায়াবেটিক প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন। অতঃপর উপস্থিত দাতা সদস্যগণ প্রধান অতিথির হাতে তাদের অনুদানের অর্থ তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মজিবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক, নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী।
এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নীলফামারী ডায়াবেটিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ; বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ; জনপ্রতিনিধি; বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *