January 2, 2025, 10:00 pm
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:২৫-০৫-২০২৩ ইং। কুড়িগ্রামের রাজারহাটে আইন শৃঙ্খলা কমিটিসহ অন্যান্য কমিটির মাসিক সভা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ২৫শে মে,বৃহস্পতিবার সকাল সাড়ে দশঘটিকায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা-হিল জামান,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রব, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,রিপোর্টার্সক্লাব রাজারহাট শাখার সভাপতি আশিকুর রহমান লিমনসহ আরও অনেকেই।এসময়ে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম,এসিল্যান্ড এসএম আরিফুল হক, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, জেলা পরিষদ সদস্য এনামুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ মশিউর রহমান মন্ডল,চাকির পশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক। #
এনামুল হক সরকার
রাজারহাট কুড়িগ্রাম।