December 26, 2024, 8:49 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে আগামির নেতৃত্ব ও তরুণ প্রজন্মের গৌরব আলহাজ্ব আবুল বাসার সুজন পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কালীগঞ্জহাট জামে মসজিদে জুম্মার আদায় ও উপস্থিত মুসল্লীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জানা গেছে, ৫ আগষ্ট শুক্রবার তানোর পৌরসভার কালীগঞ্জহাট জামে মসজিদে জুম্মার নামাজ আদায়, মসজিদ পরিদর্শন এবং মুসল্লীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সাংসদের পক্ষ থেকে তিনি মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারী বিধিনিষেধ মেনে শারীরিক দুরুত্ব বজায় রেখে সকলকে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ।
প্রসঙ্গত, বিগত তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে নির্বাচনের মাঠে প্রচারণায় নেমেছিলেন সুজন। এ সময় তিনি এলাকার বিভিন্ন মসজিদ-মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন। পৌর নির্বাচনে তার বিজয়ী হবার উজ্জ্বল সম্ভবনা সৃষ্টি হয়েছিল তবে মনোনয়ন পাননি। কিন্ত্ত মনোনয়ন বঞ্চিত হলেও তিনি দল, নেতা ও নেতৃত্বের সঙ্গে বেঈমানীও করেননি। স্থানীয় সাংসদের পক্ষ থেকে তিনি ব্যক্তিগত তহবিলের অর্থ খরচ করে নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে ভোট করেছেন। তিনি ভুলে যাননি তার দেয়া প্রতিশ্রুতির কথা। অথচ যেখানে ভোটের মাঠে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে অধিকাংশ জনপ্রতিনিধি সেই কথা ভুলে গেছে, সেখানে সুজন ব্যতিক্রম-এর মাধ্যমে প্রমাণ হয়েছে সুজন জনসেবার জন্যই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে। আর সাধারণ মানুষ বলছে, এখন তারা বুঝতে পারছেন সুজনকে হারিয়ে কি ভুল করেছেন। পৌরবাসীর অভিমত তারা রাজনীতি বোঝে না আগামিতে যেকোনো মুল্য সুজনকে পৌর মেয়রের চেয়ারে বসাতে চাই।#