খাগড়াছড়িতে Binge এর সৌজন্যে আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র মেইড ইন চিটাগং প্রদর্শিত

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ” মেইড ইন চিটাগং সিনেমাটি খাগড়াছড়ি শিশু একাডেমি অডিটোরিয়ামে প্রদর্শিত হয়েছে।

রবিবার (২১ মে ) সন্ধ্যা ৭ টার সময় Binge এর সৌজন্যে কমেডি ঘরানার সিনেমাটিতে জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া অভিনীত ও ইমরাউল রাফাত পরিচালনা করেছেন।

এই মুভি প্রদর্শনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন,জনপ্রিয় সংগীত শিল্পী পার্থ বড়ুয়া,নিশিতা বড়ুয়া,তই তই আমার বৈয়াম পাখি কই এর পরিচালক ও অভিনেতা জনাব নাসির উদ্দিন খানসহ সিনেমাটির লেখক ও কলাকুশলী,সাংবাদিকবৃন্দসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সময় প্রদর্শনিটিতে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।সেখানে অভিনয় শিল্পীরা প্রদর্শনিগুলোতে দর্শকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে প্রতিক্রিয়া উপভোগ করেন।

এ সিনেমায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত পেটফুরাদ্দে তোঁয়ার লাই শিরোনামে একটি গান ব্যবহার করা হয়েছে, যেটি মুক্তির পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *