টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ভারত ও নেপালের ১৫ প্রকৌশলীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১৫ জন বিদেশি প্রকৌশলী।

আজ সোমবার দুপুরে (১৫ মে) বাংলাদেশের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন (আইইবি) ৬০তম কনভেনশনে আগত ভারত ও নেপালের প্রকৌশলীবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বিদেশি প্রকৌশলীবৃন্দ।

এসময় গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহসানুল হক, ভারতের প্রকৌশলী ইঞ্জিনিয়ার বরুণ কুমার বসাক, ত্রিপুরার প্রকৌশলী ড. শুভদীপ ভট্টাচার্জী, নেপালের প্রকৌশলী ড. হরি বাহাদুর ডারলামি, টুঙ্গিপাড়া এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহমেদ সহ বাংলাদেশের আরও ৩০ জন প্রকৌশলী উপস্থিত ছিলেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *