January 2, 2025, 8:08 pm
(নিজস্ব প্রতিনিধি)
বাংলাদেশ সেনাবাহিনীর, মহালছড়ি সেনা জোনের আওতাধীন এলাকায় ঘুর্ণিঝড় মোখা আঘাত হানার পর দ্রুত সময়ে এলাকায় উদ্ধার কার্যক্রম, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় প্রস্তুত রয়েছে।
সবাইকে যাতে দ্রুত উদ্ধার কার্যক্রম, ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেওয়া যায়, সেই লক্ষ্যে স্বেচ্ছাসেবক টিমসহ উদ্ধার টিম ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে আক্রান্তদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। সেই সাথে পরিস্থিতির ভয়াবহতা অনুযায়ী বিশেষ সহায়তা প্রদানের উদ্দেশ্যে জোন এবং সাব জোন এর হেলিপ্যাডগুলো প্রস্তুত রাখা হয়েছে।
বেসামরিক প্রশাসনের সাথে যোগাযোগ রেখে মহালছড়ি জোনের সেনা সদস্যরা এই দুর্যোগ মোকাবেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
এছাড়াও অতিতে এই এলাকাটিতে অন্যান্য পার্বত্য এলাকার তুলনায় অতিবৃষ্টিতে পাহাড় ধ্বসের প্রবণতা লক্ষ্য করা গেছে।
পূর্বেই আশ্রয় কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী ত্রান বিতরণ কেন্দ্র নির্ধারিত করা হয়েছে।