December 26, 2024, 3:19 pm
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
দেশের উপকূলীয় জনপদ বরগুনা বেতাগীতে ঘূর্ণিঝড় মোখা’র পরিস্থিতি মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট। তাদের কর্মকান্ড এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় সরে জমিনে ঘুরে দেখা যায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’ মোকাবেলায় যুব রেডক্রিসেন্ট পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে একাধিক স্থানে (৮ নম্বর মহাবিপদ সংকেতকালীণ) পতাকা প্রদর্শন করে। বিভিন্ন টিম মাইকিং করে বিপদকালীন প্রস্তুতিসহ নিরাপদ আশ্রয় থাকার জন্য সদস্যরা বিশেষভাবে অনুরোধ পূর্বক সচেতন করে তোলে।
যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান খাইরুল ইসলাম মুন্না বলেন, যখনই কোন বিপর্যয়, দুর্ঘটনা বা ঘূর্ণিঝড় বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ আসে আমাদের সদস্যরা সেখানেই ছুটে যায়। এক কথায় আমরা সব সময় সবার পাশে থাকার চেষ্টা করছি সকল পরিস্থিতিতে। তেমনিভাবে এবারেও অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র সকল প্রস্তুতিতে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করে। বরগুনা জেলা রেড ক্রিসেন্ট, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কমকর্তা ও গণমাধ্যম কর্মি সহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা এতটা আসতে পেরেছি। এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বেতাগী উপজেলা যুব রেড ক্রিসেন্ট প্রস্তুতি কমিটির আহবায়ক মো: আরিফ সুজন বলেন, বন্যা শুরুর থেকেই আমরা প্রতিনিযত মানুষকে সতর্ক ও রিকশায় করে মাইকিং করি। ছোট ছোট রাস্তায় হ্যান্ড মাইক ব্যবহার করা হয়। বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখছি যাতে করে কোন সমস্যা না হয়। এখনো তা অব্যাহত রয়েছে।
যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার দলনেতা মোঃ সোহেল মীর বলেন, ঝড় তুফান যাই আসুক না কেন আমরা সবসময়ই জনগণের জন্য নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি। বিভিন্ন স্থানে আমাদের ৮ নং মহাবিপদ সংকেতের পতাকা টানানো হয় যাতে করে গ্রামের মানুষ একটু হলেও হুঁশিয়াারি হতে পারে। এখনো আমাদের টিম মাঠে রয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যক্ষেন করে কাজ করে যাচ্ছি।
বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির বলেন, যুব রেডক্রিসেন্টের কর্মকান্ডে আমরা খুশি। বন্যা মোকাবেলার কাজে বেতাগী পৌর এলাকায় রেডক্রিসেন্টের প্রায় অর্ধশতাধিক ভলান্টিয়ার নিয়োজিত ছিলো।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বন্যা মোকাবেলায় জরুরি সভা থেকে শুরু করে সকল ক্ষেত্রে যুব রেডক্রিসেন্টের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। এখানে শতাধিক রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়।
বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান বলেন, এ উপজেলায় ১০০ জন যুব রেড ক্রিসেন্ট কর্মী সার্কক্ষনিক প্রস্তুুত থেকে মাঠ পর্যায়ে কাজ করেছে। আমরা খুশি হয়ে ওদের প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করেছি।