আমার সব শেষ হইয়া গেল – কৃষক সাইদুল ঢালী

রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃমাদারীপুরে রান্নাঘর থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের গবাদিপশু সহ বসতবাড়ি। রবিবার বিকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের উত্তর বাঘরিয়া গ্রামের সাইদুল ঢালীর স্ত্রী রান্না ঘরে রান্না করার সময় চুলার আগুনে পাশে রাখা পাটখড়িতে আগুন লেগে যায়, মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরলে আগুনের তাপে কেউ পাশে যেতে পারেনি তাই বসতঘর, গবাদিপশুর ও রান্না ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ভুক্তভোগী ও প্রত্যক্ষ দর্শীরা জানান – আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবার দিশেহারা হয়ে পরেছে, সাইদুল ঢালী একজন নিরীহ কৃষক তার ঘরে থাকা ধান চাল,নগদ টাকা, গবাদিপশু সহ সবকিছু পুড়ে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, পরিবারের ৫/৬ জন সদস্যের পড়নের কাপড় ছাড়া কোন কিছুই অবশিষ্ট নেই।
এমতাবস্থায় সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সকলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *