বানারীপাড়ায় যুবলীগের কবি ফারুক আর নেই

বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের প্রয়াত হাকিম সরদারের ছোট ছেলে ও আওয়ামী লীগের নিবেদিত প্রাণ যুবলীগ নেতা ফারুক সরদার (৪০) আর নেই। আজ শনিবার (১৩ মে) দুপুর ২টার দিকে হৃদ রোগ জনিত কারনে সে মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহি…রাজিউন)। এর পূর্বে ফারুক সরদার বাইশারী বাজারে তার কর্মস্থলে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুবলীগ নেতা ফারুক সরদার এক রকম নীরবেই অভিমানে হারিয়ে গেল। নীরবে সে সংগঠনের গুরুত্বপূর্ণ কাজকর্ম এগিয়ে নিতো এছাড়াও পরিচ্ছন্ন আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত ছিলো।
আওয়ামী লীগ দলীয় যে কোনো নির্বাচনে নৌকা প্রার্থীর নামের সাথে গুন মিলিয়ে সুন্দর কবিতা লিখতেন। এজন্য তিনি আওয়ামী নেতা কর্মীর কাছে কবি ফারুক বলে চিহ্নিত ছিলো।

তার নামাজের জানাজা গতকাল বাদ এশা কচুয়া নেছারিয়া কামিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে তাকে তার পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, এান ও সমাজ কল্যান সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল সহ উপজেলা আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *