December 26, 2024, 8:35 pm
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান মো. রাজিব সরদারের সভাপতিত্বে ও এসআই শ্রীবাস কুন্ডুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম। সাবেক ইউপি চেয়ারম্যান ও গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, বর্ণি সায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, গৌরম্ভা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তাসলিমা আক্তার বৃষ্টি, মসজিদের ইমাম আকিব সরদার, এসআই রিফাজ উদ্দীন, গৌরম্ভা ফাঁড়ির এসআই নাসির উদ্দীন, এএসআই মো. সাইফুল ইসলাম, এএসআই বাহাউদ্দীন প্রমুখ। মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় গৌরম্ভা ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#