December 26, 2024, 10:59 am
এম এ আলিম রিপন ঃ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১২ মে সুজানগরের সাতবাড়ীয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে গণহত্যা ও মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।এ সময় সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুসহ মুক্তিযুদ্ধে শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯৭১ সালের ১২ মে পাকিস্তান হানাদার বাহিনী সাতবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিরীহ নিরপরাধ মানুষের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গণহত্যা করে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার জানান, ১৯৭১ সালের এ দিন পাক হানাদার বাহিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাতবাড়ীয়া ইউনিয়নের ১৫/২০টি গ্রামে অপারেশন চালিয়ে গণহত্যা করে। তারা এদিন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ওই সকল গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ২/৩‘শ নারী-পুরুষকে হত্যা করে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।