বিশ্ব উচ্চরক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

বিশ্ব উচ্চরক্তচাপ দিবস সামনে রেখে আজ ১২ মে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর আয়োজনে আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সভাপতি বাংলা একাডেমির চিকিৎসা সেবায় ফেলোশিপ প্রাপ্ত বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি অধ্যাপক, ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশনের সদস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জি।
সায়েন্টিফিক সেমিনার পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজার রহমান, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরোয়ার জাহান, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এর অধ্যাপক ডাঃ দিপক কৃষ্ণ অধিকারী, সহকারী অধ্যাপক ডাঃ চয়ন সিংহ, সহকারী অধ্যাপক ডাঃ ঈশিতা বর্মন, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, কবি লেখক গবেষক শ ম আমজাদ হোসেন সরকার, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী,বাসস প্রতিনিধি মামুন ইসলাম, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। উপস্থাপনা করেন ডাঃ রামিম ইসলাম ইবনে নূর।
বক্তারা হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সেবা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে,আগামী দিনের বহুমুখী কাজের পরামর্শ প্রদান করেন।
মুলত আগামী ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।এই দিবসকে সামনে রেখেই আজ এই আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
উচ্চরক্তচাপ রোগটি বিশ্বব্যাপী এখন নীরব ঘাতক হিসেবে চিহ্নিত। উচ্চ রক্তচাপের কারণে মূলত হার্ট এ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি বিকল এবং অন্ধত্ববরণের শিকার হতে হয়। বিশেষজ্ঞরা বলেন, বিশ্বে প্রাপ্ত বয়স্কদের মধ্যে শতকরা ২০ থেকে ২৫ ভাগ আক্রান্ত হচ্ছে উচ্চ রক্তচাপে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *