ঐতিহ্যবাহী বার আউলিয়া আজ আখেরি মোনাজাত

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
মহান আল্লাহপাক অতি বাড়াবাড়ি পছন্দ করেন না। আর শিরককারীকে আল্লাহ পছন্দ ক্ষমা করেনা
আবহমানকাল থেকে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বার আউলিয়ার মাজার শ ৪৭.৭৩ একর জমিতে বিশাল ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে।

বার আউলিয়ার মাজারঃ
বার আউলিয়া মাজারটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া মৌজার প্রায় ৪৭.৭৩ একর জমিতে অবস্থিত। উক্ত স্থানে ০১টি মাদরাসা ও ১টি এতিম খানা আছে। ০২টি প্রতিষ্ঠান চলে মাজারের জমি হতে উৎপাদিত ফসলের আয় হতে। জানা যায় মধ্যপ্রাচ্য হতে ১২ জন আউলিয়া
*হেমায়েত আলী শাহ (রঃ)
*নিয়ামত উল্লাহ শাহ (রঃ)
*কেরামত আলী শাহ (রঃ)
*আজহার আলী শাহ (রঃ)
*হাকিম আলী শাহ (রঃ)
*মনছুর আলী শাহ (রঃ)
*মমিনুল শাহ (রঃ)
*শেখ গরীবুল্লাহ (রঃ)
*আমজাদ আলী মোল্লা (রঃ)
*ফরিজ উদ্দিন আখতার (রঃ)
* শাহ মোক্তার আলী (রঃ)
*শাহ অলিউল্লাহ (রঃ)
ইসলাম ধর্ম প্রচারের জন্য উক্ত স্থানে এসে বসবাস শুরু করেন। তাঁরা ইন্তেকাল করলে উক্ত স্থানে তাঁদের সমাহিত করা হয়। ১২ জন আউলিয়াকে সমাহিত করায় এবং তাঁদের মাজার থাকায় এই স্থানের নাম হয় বার আউলিয়া।
পরবর্তীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও পঞ্চগড় জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ‘বার আউলিয়া মাজারটি পাকা করা হয়।

মাজার প্রাঙ্গণে জেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি ডাক বাংলো রয়েছে।

প্রতি বৈশাখমাসের শেষ বৃহস্পতিবার এখানে ওরশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান হতে অগনিত ভক্তের পদচারণায় মুখরিত থাকে ওরশ দিনটি। গরু ছাগল মুরগি বাজেট করলে আপনার বাবা-মার জন্য করবেন আপনার বউমার উপরে আর বড় পীর পৃথিবীতে নেই আল্লাহ ছাড়া অন্য কোথাও মানত করার জায়েজ নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *