January 15, 2025, 12:36 pm
কে এম সোয়েব,
বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের প্রচেস্টা চালানোর খবরে তৎখনাত পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করেছেন বলে জানাগেছে।
ভুক্তভোগী ও পরিবার সুত্র জানায় ওই ছাত্রি তার নিজ বাড়িের সন্নিকটের খালে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার (১০ মে) দুপুর দুইটার দিকে গোসল করতে যায়।
তারি ধারাবাহিকতায় পাশ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উ: সাকোকাঠি গ্রামের এসকেন চৌকিদারের পুত্র এক সন্তানের জনক নুরইসলাম চৌকিদার ৩২ অসৎ উদ্দেশ্যে খালে গোসলে নামেন এবং খাল সাতরিয়ে ওই স্কুল ছাত্রীকে ধরে এনে তার (স্কুল) ছাত্রীর ইচ্ছেের বিরুদ্ধে খালের মধ্যে বসেই জোরপূর্বক শিলতাহানী সহ ধর্ষনের প্রচেস্টা চালায়।
ছাত্রীর ডাকচিৎকারে মা বাবা সহ বাড়ির লোকজন ছুটে এসে তার কন্যাকে উদ্ধার করেন।
এবং বখাটে নুরইসলাম দ্রুত ঘটনা স্হান ত্যাগ করেন।
ঘটনাটি স্কুল ছাত্রী তার বাবা মাকে জানালে তারা আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সনজিৎ চন্দ্রকে জানান,এবং তাৎখনিক পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুভ্রত তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হান পরিদর্শন করেন। এবং ধর্ষনের প্রচেস্টাকারি নুরুল ইসলামকে গ্রেফতার করে বাবুগঞ্জ থানায় পাঠিয়েছেন বলে স্হানিয় পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান বাবু সনজিৎ চন্দ্র শীল জানান। এ ব্যাপারে গতকাল রাতেই বাবুগঞ্জ থানায় অপরাধী নুরইসলামের বিরুদ্ধে ধর্ষনের প্রচেস্টা আইনে বাবুগঞ্জ থানায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে বাবুগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা মো: অলি জানিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অপরাধীর সর্বচ্ছ শাস্তি দাবি জানিয়েছেন প্রশাসনের সর্বমহলে।