মহালছড়িতে গীতা দান ও মাঙ্গলিক মহাযজ্ঞ অনুষ্ঠিত

রিপন ওঝা, মহালছড়ি

খাগড়াছড়ি মহালছড়িতে ১০মে বুধবার ২০২৩ বিশ্বের মঙ্গল কামনায় গীতা দান ও বিশ্বকল্যাণে মাঙ্গলিক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশসহ বর্তমান বিশ্ব অতিমারি সহ নানান সংকটে বিপদ-আপদে জর্জরিত। তাই বিশ্বশান্তি ও সর্বজীবের কল্যাণ কামনায় যজ্ঞের আয়োজন করা হয় শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী গীতা সংঘ, মহালছড়ি শাখা কর্তৃক মহাযজ্ঞ।

উক্ত আয়োজন হাজারো ভক্তের অংশগ্রহণে ধর্মীয় উৎসবে পরিণত হয়। মহাযজ্ঞে বিশ্বব্যাপী শান্তি ও সর্বজীবের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

উক্ত সবার্বজনীন শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী জগদ্বীশ্বরানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী শচ্ছীদানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রুপকানন্দ বহ্মচারী মহারাজ, শ্রীমৎ কুলকানন্দ বহ্মচারী মহারাজ, শ্রীমৎ দয়ানন্দ বহ্মচারী মহারাজ।

আজ সন্ধ্যা ৬.০০ঘটিকায় সবার্বজনীন শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে মহতী সনাতন ধর্মসভার আয়োজন করা হয়েছে।
উক্ত মহতী সভায় সভাপতিত্ব করবেন শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের সভাপতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল।

স্বাগত বক্তব্য রাখবেন সনাতনী সমাজের বয়োজ্যেষ্ঠ শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের সহসভাপতি চিন্তাহরণ শর্মা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *