রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষককের ধান কেটে দিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।
বুধবার ( ১০ মে) সকাল ১১টায় উপজেলার লক্ষিকোলা বাজারে উপজেলা কৃষকলীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্বে ধান কাটা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাদশা, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাদশা, রায়গঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল পাঠান সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন কৃষকলীগের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। উক্ত ধান কাটা কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার অসহায় কৃষক সামিউলের ৪৮ শতক জায়গার ধান কেটে ও মাড়াই করে তাঁর বাসায় পৌছে দেয়া হয়।#

Leave a Reply