শান্তি সৌহার্দ্য সম্প্রীতি বজায়ে ধর্মীয় অনুশাসন মঙ্গল শোভাযাত্রায়-জোন অধিনায়ক

(রিপন ওঝা, মহালছড়ি)

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, মহালছড়ি শাখার উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আজ ৪মে বৃহস্পতিবার ২০২৩ বিশাল ধর্মীয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিশাল এই ধর্মীয় মঙ্গল শোভাযাত্রাটি মহালছড়ি সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উক্ত ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা মহালছড়ি সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি) শুভ উদ্বোধন করেন।

তিনি মহালছড়ি উপজেলার বসবাসরত সকল মানুষ শান্তিপ্রিয় মানুষদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সকল ধর্মের মধ্যে মানুষের প্রয়োজনে ধর্মীয় বিশ্বাসের অনুশাসন, এই ধর্মীয় আদর্শের জায়গা থেকেই সকল জাতির ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রাখতে এ সুন্দর পৃথিবীতে যুগে যুগে মহামানবগণ এসেছেন, সেই মহামানবের মধ্য ভগবান বুদ্ধ একজন। এই মহামানবের আর্দশের ধর্মীয় বাণী প্রতিটি মানুষের কল্যাণে নিয়োজিত থেকে মানবতাবাদী হওয়ার দৃঢ় আহ্বান জানান।

এই সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোনা রতন চাকমা, পার্বত্য ভিক্ষু সংঘ মহালছড়ি শাখার সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো সহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ ও মহালছড়ির বিভিন্ন গ্রামের দায়ক-দায়িকাগণ।

এছাড়াও মহালছড়ির লেমুছড়ির পটপট্যা ক্লাব মাঠে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল ও হিতসুখ কামনাই বুদ্ধ মুর্তি দাম, সংঘ দান ও অষ্টপরিষ্কার দান ও ধর্মীয় দেশনা শ্রবণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বুদ্ধ বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে সরকারি তালিকা অনুযায়ী সকল সরকারি ও বেসরকারি অফিস কার্যালয় ও বিভিন্ন সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *