মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় রাহুল কর্মকার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (৩ মে) সকালে উপজেলার ২ নং বোয়ালখালী ইউপির ৮ নং ওয়ার্ডের সুধীর মেম্বারপাড়া এলাকার সড়কের পাশ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা গভীর রাতে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে। সে সুধীর মেম্বারপাড়া এলাকার মৃত তপন কর্মকারের ছেলে।
দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply