রাঙ্গাবালী’তে ৪ এ-কর জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ।

রফিকুল ইসলাম ঃ
শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এমন অবস্থায় প্রান্তিক কৃষকদের পাশে দাড়িয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। ধান কেটে মরাই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন সেবকলীগের নেতাকর্মীরা।

মাথায় গামছা, হাতে কাস্তে। কৃষকের ক্ষেতের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
বোরো মৌসুমে শ্রমিক সংকটের কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশাদিয়া ইউনিয়নের কৃষক পল্টন হাওলাদারের ক্ষেতের ধান সময় মতো কাটতে না পারায় ক্ষেতেই নষ্ট হচ্ছিল। খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বড়বাইশাদিয়া’র টুঙ্গিবাড়ীয়া গ্রামে পল্টন হাওলাদারের চার একর জমির ধান কেটে ঘরে তুলে দেন বড়বাইশাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বড়বাইশাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিগান হাওলাদার ও সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, কৃষকের বোরোধান কেটে দেয়ার জন্য স্বেচ্ছাসেবকলীগ কে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আমরা কৃষকদের বোরো ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। কৃষকের কোন সফল ক্ষেতে নষ্ট হতে দিবনা।

সুবিধাভোগী কৃষক পল্টন হাওলাদার বলেন, আমার চার একর জমির বোরোধান পেকে ক্ষেতে পরে আছে। শ্রমিক সংকটের কারণে তীব্র রোদ আর দাবদাহের মধ্যে আমার ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি চির কৃতজ্ঞ।

কৃষকের সকল সংকটে এভাবেই পাশে থাকার কথা জানিয়েছেন রাঙ্গাবালী’র বড়বাইশাদিয়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ বছর পটুয়াখালী জেলায় ১৯ হাজার ৪৩২ হেক্টর জমিতে বোরোধান আবাদ হয়। এ ভাবে সবাই পাশে দাড়ালে কৃষকের পাকা ধান মাঠে থাকবেনা। স্বেচ্ছাসেবক লীগের মতো এভাবে সকলে এগিয়ে আসবে বলে আশা করছেন কৃষকরা। এ ঘটনা প্রশংসা পেয়েছে স্থানীয়দের মধ্যে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *