মহালছড়িতে অদম্য৫৭কর্তৃক ইউপিডিএফ সন্ত্রাসী অস্ত্র চাঁদার রশিদসহ আটক

(রিপন ওঝা,মহালছড়ি)

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন মহালছড়ি জোনের অদম্য ৫৭ কর্তৃক গোপন সূত্রে আজ ২মে রোজ মঙ্গলবার দুপুরের দিকে মহালছড়ি জোনের আওতাধীন সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় একটি টহল দল উক্ত সন্ত্রাসীকে আটক করে।

অভিযানে আজ ০২ মে ২০২৩ ইউপিডিএফ মূল(প্রসিত) দলের কাছ থেকে একটি এলজি, চাঁদা আদায়ের রশিদ ও ০২ রাউন্ড এ‍্যামুনেশন, মোবাইল ও নগদ টাকা উদ্ধা করা হয়েছে। ধনমনি চাকমা(নতুন চাকমা)’র বাড়ি দাঁতকুপিয়া এলাকার মৃত মহনি মোহন চাকমার সন্তান।

মহালছড়ি জোন কর্তৃক ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা(৩০) নামক ইউপিডিএফ প্রসীত গ্রুপের মূল দলের অস্ত্রসহ পাহাড়ের সন্ত্রাসীকে আটক করা হয়।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসান খান জানান, সন্ত্রাসী ধনমনি চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করার কার্যক্রম সম্পাদনের শেষ পর্যায়ে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *