আশুলিয়ায় অস্ত্র ব্যবসায়ী ও মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি-অস্ত্রসহ ৩জন গ্রেফতার

হেলাল শেখ।
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় অস্ত্র ব্যবসায়ী ও কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে, অস্ত্র ও মাদক উদ্ধারসহ অনেকেই পুলিশ বাহিনীর হাতে আটক হলেও আদালত থেকে জামিনে এসে আবারও সেই অপরাধমূলক কর্মকান্ড করছে।
রবিবার (৩০ এপ্রিল ২০২৩ইং) ঢাকার আশুলিয়র ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, অস্ত্র ব্যবসা, মাদকের কারবার, জুয়া ও নারী দিয়ে দেহ ব্যবসা করছে স্থানীয় একটি সিন্ডিকেট। গত ২৩/০৪/২০২৩ইং রাত ৯ টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বিপুল হোসেন ও এএসআই মোঃ জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরের গুধিবাড়ী এলাকার মোঃ রুহুল আমিন এর ছেলে সজিব হোসেন (৩০), শেরপুর জেলার চকপাড়া এলাকার আলম আহমেদের ছেলে ফজল আহমেদ গাজী (২৯), ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ ইউসুফ মার্কেট মৃত ইউসুফ আলীর ছেলে কথিত মেম্বার মোঃ মকবুল হোসেন (৫৫)।
জানা গেছে, গ্রেফতারকৃত মকবুল হোসেন একজন খারাপ প্রকৃতির লোক, ২-৩ বার মেম্বার প্রার্থী হলেও জনগণ তাকে ভোট না দেয়ায় ভোটে ফেল করে। সরকারি তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে চুরি করে তার বাড়ি ও আশপাশের এলাকায় বাসা বাড়িতে অবৈধ ভাবে সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত থেকে সাধারণ মানুষসহ এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না বলে এলাকাবাসী জানায়। তিনি বলে থাকেন, পুলিশ ও র‌্যাব তাকে গ্রেফতার করে ১ মাসও কারাগারে রাখতে পারবে না, সবসময় তার কাছে ৫ থেকে ৭ লক্ষ টাকা থাকে, যার কারণে আদালত থেকে সহজেই জামিন নিয়ে আসতে পারেন। মকবুল হোসেন কথিত মেম্বারের কথা ও কাজে মিল রয়েছে, তিনি অস্ত্রসহ গ্রেফতার হলেও ৫দিনের মধ্যে ২-৩দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
৩০এপ্রিল ২০২৩ইং আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বিপুল হোসেন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানার জিডি নং ১৮৩৪, তারিখ ২৩/০৪/২০২৩ মূলে থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল বিশেষ অভিযান ডিউটি করাকালীন ইং ২৩/০৪/২০২৩ তারিখ ২১.২৫ ঘটিকার সময় নরসিংহপুর বাস ষ্ট্যান্ড এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় লোক অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়া থানাধীন ধনাইদ দক্ষিণপাড়া সাকিস্থ জামাল উদ্দিন মসজিদের পূর্ব পাশে জনৈক হেলাল মন্ডলের বাঁশ বাগানের ভিতরে অবস্থান করিতেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওয়ানা হইয়া একই রাতে উক্ত স্থানে উপস্থিত হইলে পুলিশের উপস্থিত টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উল্লেখিত আসামীদ্বয়কে ধৃত করি এবং তাহাদের সহযোগী অপর একজন পালাইয়া যায়। এ সময় একটি পিস্তলসহ ৩জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, এ ব্যাপারে আশুলিয়া থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। স্থানীয় মকবুল মেম্বারসহ ৩জনকে গ্রেফতার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উক্ত এলাকা ক্রাইম জোন বলে পরিচিত, ধারাবাহিক সংবাদের পর্ব-১।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *