পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলার মাহমুদকাটি বাজারের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারের বিভিন্ন হোটেল, মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইনে খাদ্যের গুনগত মান না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য তৈরির অপরাধে ভাই ভাই ঘোষ ডেইরী কে ১ হাজার টাকা ও সুমন্ত ঘোষ কে ৫ শত টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পেশকার ইব্রাহীম, সুমন ঘোষ সহ আনছার সদস্যবৃন্দ। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা অফিসার মমতাজ বেগম জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্যের গুনগত মান না থাকা, ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে।
পাইকগাছা ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

Leave a Reply