মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটা ইউনিয়নের কলিয়া ব্লকের ঘিওরকোল গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) বিকেলে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নাগরপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের সভাপতিত্বে ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাজিব কুমার সূত্রধরের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুজাক্কের নোমান। এছাড়াও উপ সহকারী কর্মকর্তা নাজমা আক্তার, উপ সহকারী মো. মনিরুল ইসলামসহ কলিয়া ব্লকের কৃষক, কৃষাণী, সাংবাদিক উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার মুজাক্কের নোমান। তিনি তার বক্তব্যে কৃষক মাঠ দিবসের উদ্দেশ্যসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ ছাড়াও বক্তব্য দেন কৃষক মো. সুলতান মিয়া প্রমুখ।
নাগরপুর, টাঙ্গাইল।

Leave a Reply