নাগরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুষ্ঠিত, ১ম দিনে অনুপস্থিত ৪২জন

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
সারাদেশের ন্যায় নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
রোববার (৩০ এপ্রিল) সকাল থেকে উপজেলার তিনটি কেন্দ্র ও পাঁচটি ভ্যনুতে এসএসসি, দাখিল ও ভোকেশনালে মোট ৩৯৮১ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করছে। প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৪২জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর নাগরপুর উপজেলা থেকে এসএসসিতে ৩০০৪, ভোকেশনালে ৪২৪ ও মাদ্রাসা থেকে ৫৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।প্রথম দিনে পরীক্ষায় এসএসসিতে ২১ জন, ভোকেশনালে ০৫ জন ও মাদ্রাসায় ১৬ জনসহ মোট ৪২জন শির্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মো.ইকবাল হোসেন কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুুষ্ঠ, নকলমুক্ত ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গত বছর থেকে এবার পরিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯২৪ জন।

নাগরপুর, টাঙ্গাইল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *