চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
চারঘাট উপজেলার ১০ টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে এস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোরবার সারাদেশের মত চারঘাটেও নির্ধারিত সময় সকাল ১০ টায় এস এস সি ও সমমানের বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলার ১০ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ৫ টি সাধারণ, ৪টি কারিগরি ও একটি মাদ্রাসা কেন্দ্র রয়েছে।
মোট পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৩৮৬ জন। তার মধ্যে সাধারণ ২ হাজার ৩৬১ জন, কারিগরি ৭০১ জন ও মাদ্রাসায় ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সস্তষ্টি প্রকাশ করেন এবং প্রত্যেকটি কেন্দ্র সচিবকে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য নির্দেশনা প্রদান করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Leave a Reply