তিনি শুধু একজন এডভোকেট নই,তিনি হচ্ছেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাবেক জেলা যুবলীগের ১ম যুগ্ন আহবায়ক।লক্ষীপুর সদর উপজেলার ৬নং ভাঙ্গাখা ইউনিয়নের অসহায় কৃষক মুজাহার অর্থের অভাবে মাঠের পাকা ধান ঘরে তুলতে না পারার কারনে বিষয়টি একই ইউনিয়নের ছেলে শেখ জামাল রিপন জানতে পারে।গতকাল শনিবার সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এডভোকেট,সাবেক যুবলীগ নেতার নেতৃত্বে একদল নেতাকর্মী নিয়ে কৃষক ভেসে মাঠে গিয়ে মাড়াই করে ধান কেটে কৃষক মুজাহার এর ঘরে তুলে দিলেন সাবেক এই যুবলীগ নেতা শেখ জামাল রিপন।

Leave a Reply